পুঠিয়ায় নারীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় জামফুরা বেগম (৪৫) নামের মধ্যবয়স্ক এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় ইফতারের পর পরেই উপজেলার জিউপাড়া ইউনিয়নের নলপুকুরিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা জামফুরাকে কুপিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সন্দেহের তীর তার স্বামী জালাল উদ্দিনের দিকে। ঘটনার পর স্বামী জালাল পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত নারীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর ছেলে লালন হোসেন জানান, সন্ধ্যার পর তিনি বাজারে ছিলেন। মুঠোফোনে খবর পান তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তিনি বাড়ি গিয়ে মাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা তার মাকে মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে তাকে কুপিয়ে হত্যা করেছে সে ব্যপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঘটনার পর থেকে তার স্বামী জালাল উদ্দিন পলাতক রয়েছেন।

স/আর