পুঠিয়া সদরের বিবাহ রেজিস্টারের আত্মহত্যা

পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় নেষাদ্রব্য না পেয়ে পৌরসভা এলাকার বিবাহ রেজিস্টার মেহেদী হাসান (৩৫) গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান উপজেলা সদরের কাঠালবাড়িয়া গ্রামের মোমিন মৌলভীর ছেলে। পৌর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন থেকে মেহেদী পৌর এলাকার মুসলিম বিবাহ রেজিস্টার হিসাবে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি সময়ে সে মাদকাসক্ত হয়ে পড়ে। আর এ ঘটনায় তার পিতা-মাতা গত তিনদিন আগে ঘরে তালা দিয়ে রাখেন।

মঙ্গরবার দুপুরে সে নেষাদ্রব্য জন্য চিৎকার করেছিল। এ সময় তার পরিবারের লোকজন যোহরের নামাজ পড়তে যায়। সে সময় ফাঁকা পেয়ে মেহেদী ঘরের আড়ায় কাপুড় প্যাচিয়ে আত্নহত্যা করেন। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আত্নহত্যার বিষয়টি মুঠোফোনে অবহিত হয়েছি। বিষয়ে তদন্ত করতে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।