রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় পুলিশের গাড়ি ভাংচুর মামলায় ৪ জন আটক

Paris
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় সাবেক ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। অপর এক অভিযানে রাইফেল ও দেশিও অস্ত্র চাপাতিসহ যুবলীগ নেতা রায়হানকে গ্রেফতার করে র‍্যাব-৫।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করে।

আটককৃতরা হলো, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩২), পুঠিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম আলী (৪০), উপজেলার বিড়ালদহ বাজার এলাকার আয়েন উদ্দিন (৬০) ও উপজেলা জিউপাড়ার কানাইপাড়া এলাকার হযরত আলী (৫৮)।

থানা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর তারিখে পুঠিয়া থানায় পুলিশের গাড়ি ভাংচুর মামলায় তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, শনিবার দুপুর ১টার দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর