পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলের পানিকে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) দুপুর ১টার জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে তিনি ডুবে যান।  পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত পলাশ (২২) ঢাবির নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

মৃত পলাশের সহপাঠী তানজীর নুর দেওয়ান জানান, তারা শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১৪ নম্বর রুমে থাকেন। দুপুরে আরেক বন্ধুর সঙ্গে পলাশ হলের পুকুরে গোসল করতে নামে। গোসল করার সময় তারা দুইজনই সাঁতরে এপার থেকে ওপার যায়। আবার এপার ফেরার সময় পানিতে ডুবে যায় পলাশ। পরে খবর পেয়ে হলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশকে।

শাহবাগ থানার উপ-পরিদশর্ক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, ৯৯৯ নম্বরের মাধ্যমে আমরা খবর পাই হলের পুকুরে এক ছাত্র ডুবে গেছেন। তবে, আমরা ঘটনাস্থলের দিকে রওনা দেওয়ার পরপরই শুনতে পাই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, ঢাবির শিক্ষার্থীরা পলাশকে হাসপাতালে নিয়ে এসেছেন। পরে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: বাংলা নিউজ ২৪