পিঠাপুলি উৎসবের মধ্য দিয়ে রাজশাহীতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

পিঠাপুলি উৎসবের মধ্য দিয়ে রাজশাহীতে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) নগরীর দড়িখরবোনা মোড়ের সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে কেক কেঁটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য বলেন, বস্তুনিষ্ঠতা হলো পত্রিকার মেরুদণ্ড। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি পত্রিকা জনমনে স্থান করে নেয়। কালের কণ্ঠ এই কাজটি ভালোভাবে করতে পেরেছে। ‘আংশিক নয়, পুরো সত্য’ স্লোগানে কালের কণ্ঠে এগিয়ে গিয়েছে। প্রতিষ্ঠার পর ধাপে ধাপে আজ ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী এসে দাঁড়িয়েছে। পত্রিকাটি চলার গতি আরও ত্বরান্বিত হোক, বজায় থাকুক বস্তুনিষ্ঠতা।

কালের কণ্ঠ, রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আনিসুর রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, মেয়রপত্নী শাহীন আকতার রেনী, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান এবং অধ্যক্ষ আব্দুল খালেক, রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী ব্যবসা সম্নয় পরিষদের সভাপতি সিকান্দার আলী,

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ব্যবসায়ী নেতা টিএম তৌরিদ আল মাসুদ রনি, যুবলীগ নেতা মুখলেসুর রহমান মুকুল, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, দৈনিক রাজশাহীর সম্পাদক আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিরা কালের কণ্ঠের সার্বিক মঙ্গল কামনা করেন।

জি/আর