বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পিওলিই রোনালদোদের নতুন কোচ

Paris
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গুঞ্জনটাই সত্যি হলো। আল নাসরের কোচ হয়েছেন স্তেফানো পিওলি। সাবেক এসি মিলানের কোচকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের ক্লাবটি।

এক বিবৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আল নাসর লিখেছে, ‘পিওলি এখন নাসারবী।

প্রধান কোচ হিসেবে স্তেফানো পিওলিকে অভিনন্দন জানাচ্ছি।’ তাকে দায়িত্ব দিলেও কত বছরের জন্য দেওয়া হয়েছে, তা অবশ্য এখনো জানায়নি আল নাসর। দায়িত্ব নিয়ে আজ দলকে অনুশীলনও করিয়েছেন তিনি।

লুইস কাস্ত্রো ছাঁটাই হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল পর্তুগিজ কোচের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পিওলি।

আজ আনুষ্ঠানিক ঘোষণা সেটাই প্রমাণিত হলো। গত মে মাসে এসি মিলানের কোচের পদ ছাড়েন ৫৮ বছর বয়সী ইতালির সাবেক ডিফেন্ডার। ২০২২ সালে মিলানকে সিরি আ জেতানো কোচ ২০০৩ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন। মিলান ছাড়াও নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান, লাজিও, বোলোনিয়া ও ফিওরেন্টিনার দায়িত্ব পালন করেছেন।

ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর বরখাস্ত হওয়া তৃতীয় কোচ ছিলেন কাস্ত্রো। নতুন মৌসুমে তার অধীনে লিগ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের শুরুটা ভালো না হওয়ায় চাকরি হারিয়েছেন কাস্ত্রো। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়ার ম্যাচটি আল নাসরের ডাগআউটে তার শেষ ম্যাচ ছিল।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা