বৃহস্পতিবার , ১ মার্চ ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাথর কোয়ারিতে আবারো মাটি ধসে ৩ শ্রমিক নিহত

Paris
মার্চ ১, ২০১৮ ১:৪৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটে পাথর কোয়ারিতে মাটি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর তোলার সময় মাটি চাপার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোয়ারির সঙ্গে সংশ্লিষ্ট কালা মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় আহত এক শ্রমিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, বুধবার দুপুরে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার বশির আহমদের কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৭০ ফুট গভীর গর্ত করে অবৈধভাবে পাথর তোলার সময় ধস নামলে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। ঘটনার পরপরই স্থানীয়রা কাঁচা মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করলেও আফাজ উদ্দিন (৪৩) ও জহির মিয়া নামে দুজন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাদের দুজনের লাশ উদ্ধার করে।

নিহত সবার বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়। নিহতরা হলেন- সুনামগেঞ্জের জামালগঞ্জ উপজেলার বান্দা গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জহির হোসেন (৩৬), জেলার দক্ষিণ সুনামগঞ্জ জীরদার গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন ও একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে কাঁচা মিয়া (৬০)।

এ নিয়ে গত এক সপ্তাহে কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর তোলার চেষ্টায় আটজনের মৃত্যু হল।

সর্বশেষ - জাতীয়