শুক্রবার , ২২ জুলাই ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৪০০ গাড়ি

Paris
জুলাই ২২, ২০১৬ ১১:২৩ পূর্বাহ্ণ
পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৪০০ গাড়ি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 প্রায় ১৬ ঘণ্টা পার হলেও ফেরি স্বল্পতার কারণে পাটুরিয়া ঘাটে সৃষ্ট যানজট পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি।

শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় অন্তত ৪০০ যানবাহনের লাইন রয়েছে।

এরআগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় যানজটের সৃষ্টি হয়। রাত নাগাগ অন্তত ৫০০ গাড়ির জট তৈরি হয়।

পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বর্তমানে ১৩টি ফেরিতে করে যানবাহন পারাপার করা হচ্ছে। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় পারাপারে দ্বিগুণ সময় লাগায় যানজট কমছে না।

শুক্রবার সকালে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। এর মধ্যে অধিকাংশই ট্রাক। তবে বাস ও অন্যান্য ছোট যান রয়েছে। যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচন‍া করে আগে বাস ও ছোট যান পার করা হচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে, পাটুরিয়া ঘাটে গাড়ির দীর্ঘ লাইন থাকলে স্বাভাবিক অবস্থা দৌলতদিয়‍া ঘাটে বলে ঘাট কর্তৃপক্ষ।

সূত্র: বাংলানিউজ

সর্বশেষ - জাতীয়