পাটমন্ত্রীর সঙ্গে ভারতের বস্ত্র সচিবের সাক্ষাৎ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বস্ত্র সচিব উপেন্দ্র প্রাসাদ সিং।

বুধবার (১৫ জুন) দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

jagonews24

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমরা দুই দেশের যৌথ সহযোগিতার মাধ্যমে বস্ত্রখাতের সম্ভাবনা উন্মোচনের চেষ্টা করবো। এতে বস্ত্রখাতের সঙ্গে সঙ্গে দুই দেশের জনগণও উপকৃত হবে। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের বস্ত্রখাত একসঙ্গে এগিয়ে যাবে। দুই দেশের বস্ত্র বাণিজ্যে যেসব বাধা রয়েছে তা আলোচনার মাধ্যমে দূর করা হবে।’

সাক্ষাতে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

সুত্রঃ জাগো নিউজ