পাকিস্তান হাইকমিশনের অর্ধেক কর্মীকে ফেরত পাঠাচ্ছে ভারত

গুপ্তচরবৃত্তির অভিযোগের নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অর্ধেক কর্মীকে ফেরত পাঠানোর জন্য ইসলামাবাদে বার্তা পাঠিয়েছে ভারত।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

পাকিস্তান দূতাবাসের কর্মীদের একাংশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের জেরেই নরেন্দ্র মোদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এদিকে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকেও অর্ধেক কর্মীকে দেশে ফেরাচ্ছে নয়াদিল্লি। নয়াদিল্লির পাক হাইকমিশনার মইন উল হককে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গুপ্তচরবৃত্তি এবং বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগসাজস রয়েছে ওদের (পাক হাইকমিশন)। গত ৩১ মে দুই হাইকমিশন কর্মীর হাতেনাতে ধরা পড়া এবং বহিষ্কারই তার প্রমাণ।

সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লির পাক হাইকমিশনের দুই কর্মীকে বহিষ্কার করা হয়। এর পরেই ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের দুই কর্মীকে নিগ্রহ ও গ্রেফতারির ঘটনায় কূটনৈতিক টানাপোড়েনের কারণেই নয়াদিল্লি এ সিদ্ধান্ত নেয়।