পাকিস্তান যদি আজ হারে…

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

এশিয়া কাপের চলতি ১৫তম আসরের অন্যতম হট ফেবারিট দল পাকিস্তান। গত ১৪ আসরের মধ্যে দুইবার শিরোপা জিতেছে দলটি। তবে চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

আসরের ষষ্ঠ ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

পাকিস্তান ও হংকং নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই ‘অঘোষিত ফাইনাল’র মতো।

আজকের ম্যাচে যারা জিতবে তারা সরাসরি বি গ্রুপ থেকে এশিয়া কাপের সুপার ফোরে খেলার সুযোগ পাবে। এই গ্রুপ থেকে সবার আগে সুপার ফোরে খেলা নিশ্চিত করে রেকর্ড সাত আসরের চ্যাম্পিয়ন ভারত।

পাকিস্তান যদি হংকংকে হারাতে পারে তাহলে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ফের দেখা হবে বাবর আজমদের। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় পাকিস্তান।

কিন্তু আজ যদি পাকিস্তান হেরে যায় তাহলে আসর থেকেই ছিটকে পড়বে।

 

সূত্রঃ যুগান্তর