পাকিস্তানে বন্যায় এক মাসে ৫৪৯ জনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পাকিস্তানে অস্বাভাবিকভাবে ভারি বর্ষার কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় গত মাস থেকে অন্তত ৫৪৯ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের প্রত্যন্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি একটি সংস্থার বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের সরকারি সংস্থা এবং সেনাবাহিনী বন্যা কবলিত অঞ্চলে সাহায্য ও ত্রাণ শিবির স্থাপন করেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থানান্তরিত করতে এবং খাদ্য ও ওষুধ সরবরাহ করতে তারা কাজ করছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিভিন্ন প্রদেশে দেখা দেওয়া বন্যায় ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক মাসের বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

তাতে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশ। আর গত মাস থেকে এ পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বন্যায় ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬ হাজারের বেশি বাড়িঘর।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত এক মাসে তিন দশকের চেয়ে গড়ে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছেএস দেশে। ইরান ও আফগানিস্তান সীমান্তের কাছে বেলুচিস্তানে গড় বৃষ্টিপাতের চেয়ে ৩০৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

 

সুত্রঃ কালের কণ্ঠ