শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে না ভারত

Paris
নভেম্বর ৯, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানে বৈশ্বিক কোনো ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগে প্রশ্নটা স্বাভাবিকভাবেই ওঠে- পার্শ্ববর্তী দেশে খেলতে যাবে তো ভারত। এবারও তার ব্যতিক্রম কিছু ঘটছে না। গত কয়েক দিন ধরেও জোরেশোরে আলোচনা হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে তো ভারত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত জানতে কয়েক দিন আগে তাগদাও দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।

নিজেদের সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই। তবে শোনা যাচ্ছে পাকিস্তানে খেলতে যাবেন না রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এমনটি জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
ওয়েবসাইটটি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না যাওয়ার বিষয়টা আইসিসিকে জানিয়েছে বিসিসিআই।

দল পাঠাতে বিসিসিআইকে নিষেধ করেছে ভারত সরকার।
শেষ পর্যন্ত এমনটা সত্যি হলে সর্বশেষ এশিয়া কাপের মতো ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট হবে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজন করবেন না বলে জানিয়ে দিয়েছেন পিসিবির সভাপতি মহসিন নাকভি। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি।

এমন টুর্নামেন্ট আয়োজন করতেও আমরা রাজি নই। ভারতীয় গণমাধ্যমে এমনটা বলা হলেও পিসিবির কাছে (ভারত) আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি।’
র‌্যাংকিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। আর ফাইনাল হওয়ার কথা ৯ মার্চ।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা