সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানে ইনিংস হারের লজ্জা

Paris
ফেব্রুয়ারি ১০, ২০২০ ৫:৩১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে একদিন আগেই হারের মুখ দেখলো বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। ৪র্থ দিন হাতে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে টাইগাররা। মাত্র ১৬৮ রানেই গুটিয়ে যায় মুমিনুলের দল।

রাওয়ালপিন্ডিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতে সামলে খেলার চেষ্টা করে বাংলাদেশ। আগের দিন করা ১২৬ রান আর হাতে থাকে ৪ উইকেট। এক ওভার যেতে না যেতেই শাহিন শাহ আফ্রিদির এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন অধিনায়ক মুমিনুল। তিনি ফেরেন ৪১ রান করে। এরপর রুবেল ও লিটন দাস মিলে উইকেটে টিকে থাকার কিছুটা চেষ্টা করেন।

তবে, লিটনকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রুবেল। ৫ রান করে ফেরেন এই পেসার। আর লিটন করেন ২৯ রান। পরে জায়েদ নেমেও পাকিস্তানী বোলারদের দাপটে টিকতে পারেননি। ফলে ১৬৮ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হারে লাল সবুজের দল। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান।

সর্বশেষ - খেলা