পাকিস্তানের সঙ্গে উত্তেজনা, সিন্ধু নিয়েও ভাবছে ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাশ্মীরের অশান্ত পরিবেশ ও উরি হামলার পরিপ্রেক্ষিতে আবারো উত্তপ্ত হয়ে পড়েছে ভারত ও পাকিস্তান সম্পর্ক। ঠিক এ সময় সিন্ধুর পানি বণ্টন চুক্তির বিষয়টি সামনে নিয়ে এসেছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, সিন্ধুর পানি বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে।

 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ বৃহস্পতিবার জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এমন ইঙ্গিতই দিয়েছেন। সিন্ধু নদের পানি বণ্টনের বিষয়টি ভারত সরকারের বিবেচনায় আছে জানিয়ে বিকাশ বলেছেন, ‘যেকোনো সহযোগিতামূলক ব্যবস্থাপনায় প্রয়োজন উভয়পক্ষের সুসম্পর্ক এবং সহযোগিতা।’

 

সিন্ধু নদের উৎসমুখ ভারতে। পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তা মিশেছে আরব সাগরে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে চুক্তি সই হয়। ওই চুক্তি অনুসারে সিন্ধু নদের শাখা শতদ্রু, বিপাশা ও ইরাবতি নদী পড়ে ভারতে। আর সিন্ধু, চিনাব ও ঝিলম পড়ে পাকিস্তানে।

 

চুক্তি অনুযায়ী ভারত সিন্ধু নদের মাত্র ২০ শতাংশ ব্যবহার করে। আর যদি নদের পানি প্রবাহ বন্ধ করে দেয় ভারত তবে মারাত্মক সমস্যায় পড়ে যাবে পাকিস্তান। দেশটি সেচ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য পাকিস্তান সিন্ধুর এসব শাখার ওপর নির্ভরশীল।

 

বিকাশ স্বরূপ বলেন, ‘যেকোনো চুক্তি চালু রাখার জন্য পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা থাকাটা গুরুত্বপূর্ণ। এটা কোনো একমুখী প্রেম নয়।’

 

চলতি সপ্তাহে কাশ্মীরে এক হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। আর এজন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ আরো বলেন, ‘আমাদের এত কাগজপত্র করার প্রয়োজন নেই। সন্ত্রাসবাদে পাকিস্তানের পৃষ্ঠপোষকতার কথা সারা বিশ্বই জানে।’

সূত্র: এনটিভি