পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত ৬ সেপ্টেম্বর ঘোষিত সেই স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। রাখা হয়নি অভিজ্ঞ টি-টোয়েন্টির স্পেশালিস্ট শোয়েব মালিক।

অধিনায়ক বাবর আজমের দলে চমক হয়ে এসেছেন ২৩ বছর বয়সি উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। দলে ফিরেছেন আসিফ আলি ও খুশদিল শাহ।

তবে এমন স্কোয়াড দেখে খুশি নন দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতার। এমন স্কোয়াড ঘোষণা পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে এক হাত নিলেন শোয়েব।

পিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ স্পিডস্টারকে বলেন, পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা দরকার। মোহাম্মদ ওয়াসিমকে আমি প্রধান নির্বাচক মনে করি না, তিনি পুতুল মাত্র।

এরপর নিজের পছন্দের একাদশের নামগুলো বলেন শোয়েব আখতার। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলে থাকা উচিত – বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, শাহ নাওয়াজ দানি, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির ও হুসাইন তালাত।

উল্লেখ্য, পিসিবির দেওয়া স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই রয়েছে শোয়েবের পছন্দের তালিকায়। তবে তিনি অভিজ্ঞ শোয়েব মালিক ও অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমিরের অন্তর্ভূক্তি চান শোয়েব আখতার।

 

সূত্রঃ যুগান্তর