সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানের কাছে হারের ভয় কাজ করছিল: মনিকা

Paris
অক্টোবর ২১, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চলতি সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। শুরুতে গোল হজম করে হারের ভয় ঢুকে গিয়েছিল সবার মনে, এমনটাই জানালেন ম্যাচসেরা মনিকা চাকমা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে জটলা থেকে শামসুন্নাহার জুনিয়র হেড করে জাল কাঁপিয়ে মান বাঁচিয়েছেন।

আজ সোমবার বাংলাদেশ দলের অন্যতম মিডফিল্ডার মনিকা বলেছেন, ‘গতকাল যেহেতু আমাদের খেলা ছিল (পাকিস্তানের বিপক্ষে), আমরাও যথেষ্ট চেষ্টা করেছি, যেহেতু আমরা ১-০ গোলে হেরে যেতে বসেছিলাম, আমাদের ভেতরে অনেক… বলতে গেলে একটা ভয় কাজ করছিল, শেষ পর্যন্ত আমাদের ফল কী হবে? ভয়ে ছিলাম। শেষ মুহূর্তে গিয়ে ড্র করেছি। পাকিস্তানের বিপক্ষে এই ফলে আমরা খেলোয়াড়রা সন্তুষ্ট না। প্রধান কোচ হয়তোবা সন্তুষ্ট হয়েছেন এই পারফরম্যান্সে, কিন্তু আমরা খুশি না। কেননা বিগত দিনে পাকিস্তানকে আমরা ৫-০, ৬-০, ৭-০ গোলে অনেকবার হারিয়েছি।’

এক গোলে পিছিয়ে থাকলেও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে সবাই। এমন কথা জানিয়ে কাঠমান্ডুতে মনিকা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যেহেতু এবার প্রথমেই আমরা হেরে যেতে বসছিলাম, তো একটা ভয়ও কাজ করছিল, পাকিস্তানের কাছে যদি আমরা হেরে যাই, সেটা দুর্ভাগ্যজনক এবং আমাদের ও বাংলাদেশের জন্যও সেটা খুবই খারাপ। আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারছিলাম না। তবে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার।’

গ্রুপ পর্বে শেষ ম্যাচে বুধবার বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচ থেকে পয়েন্ট পেলেই শেষ চার নিশ্চিত হবে সাবিনা খাতুনদের।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা