বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানেই থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসির ভিডিও প্রকাশ

Paris
নভেম্বর ১৩, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই এই টুর্নামেন্ট নিয়ে জলঘোলা হচ্ছে। যার মূলে রয়েছে ভারত-পাকিস্তানের বৈরিতা। রাজনৈতিক মনোমালিন্যকে খেলার মাঠে টেনে এনেছে ভারত। তারা কোনোমতেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি না। ওদিকে পাকিস্তানও নাছোড়বান্দা!

‘হাইব্রিড মডেল’ বা ভারতের ম্যাচগুলো ভিন্ন ভেন্যুতে আয়োজনের ভাবনার ঘোর বিরোধিতা করেছে তারা। কারণ সেক্ষেত্রে ভারতের বিপক্ষে পাকিস্তানের নিজেদের ম্যাচটিও যে খেলতে হবে পরভূমে।

এই ইস্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ ঘিরে যখন ঘোর অমানিশা, তখন পাকিস্তানকে আয়োজন রেখেই টুর্নামেন্ট নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

দেড় মিনিটের ভিডিওটিতে অংশগ্রহণকারী দেশগুলোর পাশাপাশি আয়োজক পাকিস্তান এবং ক্রিকেটের ঐতিহ্যও ফুটে উঠেছে।

এই ভিডিও দেখার পর ক্রিকেটপ্রেমীরা ধারণা করছন, হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে শেষ পর্যন্ত পাকিস্তানের দাবির পক্ষেই অবস্থান নিতে যাচ্ছে আইসিসি। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি।

রাজনৈতিক বিরোধের কারণে দীর্ঘ সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন বন্ধ রয়েছে। তবে কালেভদ্রে বৈশ্বিক টুর্নামেন্টে তাদের দ্বৈরথের দেখা মেলে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান। কিন্তু ভারত বরাবরই পাকিস্তান সফরে অনীহা দেখিয়েছে। এবার শেষ পর্যন্ত আইসিসির বরফ গলে কিনা, তাই এখন দেখার বিষয়।

সূত্র: যুগান্তর