পাঁচ টেস্টের সিরিজ খেলতে আগ্রহী নয় ভারত

মহামারী করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশের বোর্ড। আর সেই ক্ষতি পুষিয়ে নিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বর-ডিসেম্ভরে ভারতকে পাঁচ টেস্টের সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টসের সেই প্রস্তাব নাকোচ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

সৌরভ জানিয়েছেন, আমার মনে হয় না এই পরিস্থিতিতে টানা পাঁচ টেস্টের সিরিজে অংশ নেয়া সম্ভব। এছাড়া সীমিত ওভারের সিরিজও তো আছে। ১৪ দিনের কোয়ারেন্টিনের কথাও মাথায় রাখতে হবে। পাঁচ টেস্টের সিরিজ হলে সফর দীর্ঘায়িত হবে।

সব কিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ে শ্রীলংকা সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকে দলের। শ্রীলংকা সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সিরিজের আগে হোম কোয়ারেন্টিনের নিয়ম মানতে হবে কোহলিদের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শ্রীলংকাকে জানিয়ে দেয়া হয়েছে লকডাউনের নিয়ম শিথিল ও সরকার অনুমতি দিলেই সফরে যাবে টিম ইন্ডিয়া।