বৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পর্যটকদের সুন্দরবনে যেতে মেলেনি অনুমতি

Paris
আগস্ট ১৯, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ

 

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে করোনা পরিস্থিতি সামাল দিতে দীর্ঘ সাড়ে চার মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে উন্মুক্ত করা হয়েছে দেশের সব বিনোদনকেন্দ্র।

প্রস্তুতি শেষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে খোলা শুরু করেছে পর্যটনকেন্দ্রগুলো। কিন্তু অনুমতি না মেলায় সুন্দরবনে ঘুরতে যেতে পারবেন না ভ্রমণপিপাসুরা। তবে করোনা পরিস্থিতি ইতিবাচক থাকলে দেশি-বিদেশি পর্যটকদের বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্ব সুন্দরবনের করমজল স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না মেলায় সারাদেশের মতো সুন্দরবন পর্যটকদের জন্য আজ উন্মুক্ত করতে পারেননি তারা।

বন বিভাগ সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ রোধে গত ৩ এপ্রিল সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার পর গত সাড়ে চার মাসে প্রায় ১২ লাখ টাকার রাজস্ব হারিয়েছে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবন উন্মুক্ত করার জন্য কোনো আদেশ এখন আমার কাছে আসেনি। তাই পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা যাচ্ছে না। আদেশ এলেই সর্বসাধারণের জন্য সুন্দরবন আবারও উন্মুক্ত হবে।

সূত্র:জাগো নিউজ

সর্বশেষ - জাতীয়