পরিচ্ছন্নকর্মীর কাছে ক্ষমা চাইবেন সাব্বির, না হলে বাড়ির ময়লা নেওয়া বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
রাসিকের পরিচ্ছন্নকর্মীর কাছে ক্ষমা না চাইলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান বাড়ির ময়লা নেওয়া বন্ধ করে দেওয়া হবে ঘোষণা দেওয়া হয়েছে। সাব্বিরের দ্বারা মারপিটের শিকার পরিচ্ছন্নকর্মী বাদশার সহকর্মীরা এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিকের পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বরত ওই ওয়ার্ডের সুপারভাইজার মাহবুব আলী ভুলু।
এদিকে সাব্বিরও ওই কর্মচারীর সঙ্গে কথাকাটাকাটি  হয়েছে দাবি করে নিজের ভুল স্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলরের কাছে। ফলে পরিস্থিতি এখন অনেকটায় শান্ত। সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিমের  হস্তক্ষেপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।   
আরও পড়ুন:
বিষয়টি স্বীকার করে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ সিল্কসিটিনিউজকে বলেন, ‘সাব্বির নিজেই অপরাধ করেছেন। তাই তিনি তার ভুল বুঝতে পেরে ওয়ার্ড কাউন্সিলরকে ফোন করে পরিচ্ছন্নতাকর্মীর কাছে ক্ষমা চাইবেন বলে সাব্বির জানিয়েছেন। কাউন্সিলরের উপস্থিতিতেই বিষয়টি সমাধান হবে বলে শুনেছি।’
এদিকে সাব্বিরের দ্বারা মারপিটের শিকার পরিচ্ছন্নকর্মী বাদশা বলেন, ‘আমি ভ্যানে করে ময়লা তুলছিলাম বাড়ি বাড়ি থেকে। এসময় সাব্বির গাড়ি নিয়ে এসে আমাকে ভ্যাটনটি সরাতে বলে। কিন্তু কিছু বুঝে উঠার আগেই আমাকে গালিগালাজ করেন তিনি।’
বাদশা আরও বলেন, আমি ময়লা নিয়ে সরে যেতে চাইলে সাব্বির আমাকে উদ্দেশ্য করে বলেন, তোর বাবার রাস্তা, এখানে ভ্যান রেখেছিস কেন?’ এর প্রতিবাদ করলে আমাকে মারধর করেন সাব্বির।’
রাসিকের ২১ নং ওয়ার্ড পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার মাহবুব আলী ভুলু বলেন, ‘পরিচ্ছন্ন কর্মী বাদশার কাছে ক্ষমা না চাইলে কাল থেকে সাব্বিরের বাসার ময়লা নেওয়া বন্ধ। এছাড়াও বাদশা স্থানীয় হওয়ায় স্থানীয়দের মাঝেও বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে বিষয়টি নিয়ে সাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে ফোন ফোন কেটে দেন। তবে রাতে সাব্বির ফোন করে বলেন, ‘আমি কোন অন্যায় করিনি। তার পরেও আমাকেই বাড়িতে হুমকি দিয়ে গেছেন কিছু লোকজন। সামান্য কথাকাটাকাটি থেকে এতোবড় কথা বলা হচ্ছে আমার বিরুদ্ধে। যা কখনোই আমি ঘটাইনি।’