রবিবার , ১৪ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পরাজয়ে শুরু বর্তমান চ্যাম্পিয়নদের

Paris
আগস্ট ১৪, ২০১৬ ৬:৪০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লিচেস্টার সিটি। এই মৌসুমের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই ২-১ গোলে হালসিটির বিপক্ষে হেরে বসলো বর্তমান চ্যাম্পিয়নরা।

 

ঘরের মাঠ কিংস্টন কমুনিকেশন স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আতিথ্য দিয়ে লজ্জাই উপহার দেয় এবারে ইংলিশ প্রিমিয়ারে উঠে আসা হালসিটি।

 

এ ম্যাচে হারের ফলে নতুন রেকর্ড লেখা হয়েছে ইংলিশ লিগের জমজমাট আসরটিতে। এর আগে ১৯৮৯ সালে সে সময়ের চ্যাম্পিয়ন আর্সেনালকে উদ্বোধনী দিনের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড হারিয়ে দিয়েছিল। এরপর এই প্রথম কোনো ইংলিশ চ্যাম্পিয়ন পরের মৌসুমে হার দিয়ে লিগ শুরু করল।

 

ম্যাচের প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে লিড নেয় স্বাগতিক হালসিটি। আদামা দিওমান্দের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। বিরতির পর পরই ম্যাচে ফেরে ক্লদিও রানিয়েরির লিচেস্টার সিটি। ৪৭ মিনিটে পাওয়া পেনাল্টির সুযোগ থেকে সমতাসূচক গোলটি করেন গত মৌসুমে দুর্দান্ত খেলে দলকে চ্যাম্পিয়ন করা রিয়াদ মাহরেজ।

 

তবে, লিচেস্টার সেই সমতা ধরে রাখতে সময় পায় মাত্র ১০ মিনিট। খেলার ৫৭ মিনিটের মাথায় দ্বিতীয়বারের মতো লিড নেয় হালসিটি। স্কটিশ মিডফিল্ডার রবার্টের গোলে ২-১ এ লিড নেয় স্বাগতিকরা। আর এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে হালসিটি।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা