পরাজয়ের ম্যাচে জিম্বাবুয়ের জুটির রেকর্ড

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

নিশ্চিত পরাজয় জেনেও দারুণ ব্যাটিং করেছেন জিম্বাবুয়ের দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান রিচার্ড এনগারাভা ও ভিক্টর নিয়াউচি।

শেষ উইকেটে জিম্বাবুয়ের এই দুই পেসার ৫৮ বলে ৬৮ রানের রেকর্ড জুটি গড়েন।

২২.৬ ওভারে ৮৩ রানে ৯ উইকেট হারানো জিম্বাবুয়ে শতরানের নিচেই অলআউটের শঙ্কায় পড়ে যায়। সেই অবস্থা থেকে দলকে টেনে দেড়শ পার করতে অগ্রণী ভূমিকা রাখেন এনগারাভা ও নিয়াউচি।

এর আগে ২০১০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শিঙ্গিরাই মাসাকাদজা ও ইয়ান নিকলস ৬০ রানের জুটি গড়ে ছিলেন। তাদের সেই জুটির রেকর্ড ১২ বছর স্থায়ী ছিল।

বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে হোয়াইটওয়াশ এড়াতে নেমে আফিফ হোসেন (৮০*) ও এনামুল হক বিজয়ের (৭৬) জোড়া ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৩২.২ ওভারে ১৫১ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ১৭ রানে ৫ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

 

সুত্রঃ যুগান্তর