শুক্রবার , ৩ আগস্ট ২০১৮ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পবায় বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

Paris
আগস্ট ৩, ২০১৮ ৯:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবায় বিষপানে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ শুক্রবার সকালে পবার বড়গাছি ইউনিয়নের মেছভালাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী হলেন, ওই এলাকার সুলতানের মেয়ে নাজমুন আরা (১৫)। সে ভালাম স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের বাবা সুলতান বলেন, আমি সকালে সবজি বিক্রি করতে যায়। আর তার স্ত্রী বাসায় ছিলো। শুক্রবার ছুটির দিন তাই মেয়ে নাজমুনকে ডাকেনি। বেলা হলে উঠবে বলেছিল। সকাল সাড়ে নয়টার দিকে মেয়ের ঘরের দরজা ধাক্কা দিলেও কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়।এ সময় দেখি সে পড়ে আছে।

এ সময় তাকে প্রথমে রামচন্দ্রপুর এলাকায় ডাক্তার আবুল কালাম আজাদের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুনের মৃত্যু হয় বলে বাবা সুলতান জানান।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর