পবায় পুকুর খননের দায়ে দুইজনকে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর পবায় কৃষি জমিতে পুকুর খননের অভিযোগে দুইজনকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০১ জুন) দুপুরে পবা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. এহেসান উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার হুজুরীপাড়া কর্ণহার বিলে ও দামকুড়ার কাদিপুর বিলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন চলছিল। খবর পেয়ে মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়।

এ সময় কৃষি জমিতে পুকুর খনন করে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (৪) ধারা মোতাবেক অভিযুক্ত পুকুরখনন সিন্ডিকেটের সদস্য দারুশা গ্রামের হারুনুর রশিদের ছেলে মিনারুল ইসলামকে দুই লাখ ও গোবিন্দপুর গ্রামের আজাহার উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিবকে এক টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এএইচ/এস