শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পবায় গোপন বৈঠক করার সময় ৫ শিবিরকর্মী আটক, বই উদ্ধার

Paris
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ১২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী পবা উপজেলার বড়গাছি পশ্চিম পাড়ার এক মসজিদে গোপন বৈঠক করার সময় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

 

আটককৃতরা হচ্ছে- পনার বড়গাছি সরকার পাড়া গ্রামের আখতারুজ্জামানের ছেলে শিবিরকর্মী আপন হোসেন (২২), ফয়জুদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ (১৯), গোপালহাটের মোস্তাকিনের ছেলে ওয়াহাব (২০), মাধবপুরের মজের আলীর ছেলে মামুনর রশিদ (২৫) ও শ্রীপুর গ্রামের বেলালের ছেলে মারুফ মর্তুজা (২৩)।

 

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ওই মসজিদে ২০/২৫ জন শিবিরকর্মী গোপন বৈঠক করছে খবর পেয়ে পবা থানা পুলিশ সেখানে হানা দেয়। এ সময় পুলিশ সেখান থেকে ৫ জনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

পরে সেখান থেকে পুলিশ বেশকিছু জিহাদি বই উদ্ধার করে। বড় ধরণের নাশকতা ঘটানোর জন্য তারা সেখানে গোপন বৈঠক করছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর