পবায় মডেল মসজিদের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:


উদ্বোধনের অপেক্ষায় অবসান ঘটলো। আজ বৃহস্পতিবার (১০ জুন) পবা উপজেলার নওহাটা পৌরসভার মডেল মসজিদের উদ্বেধন করা হয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মসজিদের উদ্বোধন করেন। 

নির্মাণ কাজে সংশ্লিষ্টরা বলছেন, মডেল মসজিদের ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। মসজিদটি গণপূর্ত বিভাগ-১ রাজশাহী আওতায় নির্মাণ হচ্ছে। এর ব্যয় প্রায় ১১ কোটি ৩৭ লাখ টাকা। মসজিদের ৯৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ৪০ শতাংশ জায়গার উপর মসজিদটি নির্মিত হচ্ছে। প্রতি ফ্লোরের আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার। মডেল মসজিদটিতে একসঙ্গে ৯০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এছাড়া থাকছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরী, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র।

সাংসদ আয়েন উদ্দিন বলেন, ‘মসজিদ শুধু নামাজ পড়ার জন্য নয়, বরং ধর্মকে মসজিদে বন্দি না রেখে এর আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে। মানুষ যখন ইসলামের সঠিক জ্ঞান পাবে- তখন মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদের সঙ্গে জড়িত হবে না।’

মডেল মসজিদে নামাজ পড়ার পাশাপাশি জ্ঞানচর্চার সুযোগ-সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে সাংসদ আয়েন উদ্দিন বলেন,‘ নওহাটা মডেল মসজিদ একটি স্বয়ংসম্পূর্ণ মসজিদ হবে। এটি একটি অনন্য এবং যুগান্তকারী দৃষ্টান্ত।’

স/আ