পদত্যাগ প্রশ্নে জিদানের ‘না’

সময়টা মোটেও ভালো যাচ্ছেনা রিয়াল মাদ্রিদ ও জিনেদিন জিদানের। লা লিগায় ও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সেরাটা দিতে পারছেনা রিয়াল। শাখতার দোনেৎস্কের বিপক্ষে আবার হারার পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে ইউরোপের সফলতম দলটির সামনে। এমন পরিস্তিতে রিয়ালের কোচের পদ থেকে জিদান সরে যাবেন কিনা এ বিষয়ে আলোচনায় মুখর হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও উঠেছিল এই প্রশ্ন। তবে জিদান সাফ জানিয়ে দিলেন তিনি পদত্যাগ করবেন না।

সংবাদ সম্মেলনে জিদান বলেন, “আমি পদত্যাগ করব না। পরিস্থিতি যত কঠিনই হোক হাল ছাড়ব না, লড়াই চালিয়ে যাব।”

রিয়ালের জন্য ম্যাচ জেতা যেন এখন ‘ঈদের চাঁদ’। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষে ছয় ম্যাচের একটিতে জয় আছে তাদের। এমতাবস্থায় সমালোচনায় বিদ্ধ হচ্ছেন জিদান। তার ওপর দায় চাপিয়ে সবাই বলাবলি করছে, গ্যালাকটিকো শিবিরে তার সময় শেষ হয়ে এলো বলে। কিংবদন্তি এই ফুটবলার অবশ্য এসবে কর্ণপাত করছেন না। দুঃসময় পায়ে ঠেলে এগিয়ে যেতে চান সামনের দিকে।

শাখতারের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘আমি পদত্যাগ করবো না। কাজ চালিয়ে যাবো। প্রথমার্ধে আমরা আধিপত্য বিস্তার করে খেললাম। গোল হলে চিত্রপট ভিন্ন হতে পারতো। উল্টো নিজেদের ভুলে পিছিয়ে গেলাম। বর্তমান অবস্থা খুব জটিল।’

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্পেনিশ লা লিগায় সর্বশেষ তিন ম্যাচে জয়শূন্য তারা। রিয়ালকে সর্বশেষ ধাক্কাটি দিল শাখতার।