পত্নীতলায় বাড়ি পেল ১১৪ পরিবার

পত্নীতলা প্রতিনিধি: মুজিব শতবর্ষের উপহার হিসেবে নওগাঁর পত্নীতলা উপজেলার ১১৪টি পরিবারের হাতে পাকাঘরের দলিল তুলে দেয়া হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ভূমিহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর পক্ষে গৃহহীনদের হাতে দলিল তুলে দেয়া হয়।

তাদের হাতে এ দলিল তুলে দেন শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. লিটন সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন এমপি শহীদুজ্জামান সরকার,সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, পৌর মেয়র রেজাউলকবির চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার,যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ,মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা,নজিপুর ইউনিয় নআওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান,দিবর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার প্রমুখ।

স/জে