শনিবার , ৯ নভেম্বর ২০১৯ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পত্নীতলায় প্রবাসী কবি বাবু’র ‘আত্মার আলো আত্রাই’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

Paris
নভেম্বর ৯, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা সদরে আমেরিকা প্রবাসী কবি আহম্মদ হোসেন বাবু’র “ আত্মার আলো আত্রাই” কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় পত্নীতলা উপজেলা সদরে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
নজিপুর সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর  ময়েজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাতীয় সংসদের সাবেক হুইপ এ্যাড. শহিদুজ্জামান সরকার এমপি।
অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, রাজশাহী কবি কুঞ্জের সাধারন সম্পাদক আরিফুল হক কুমার, কবি লেখক ও গবেষক বিলু কবির, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের উপ-পরিচালক কবি কামরুল বাহার আরিফ, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, কবি আতাউল হক সিদ্দিকী, কাবগ্রন্থের প্রকাশনা প্রতিষ্ঠান গ্র্যাফোসম্যান পাবলিকেশন ঢাকা’র স্বত্ত্বাধিকারী অফাব্দুর রউফ, সাবেক অধ্যক্ষ কবিন ও লেখক আবুল হায়াত ইসমাইল, কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র কলেজের অধ্যক্ষ কবি আলমগীর মালেক, স্থানীয় উদয়ন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর প্রফেসর সৈয়দ মোজাম্মেল হক, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ লতিফুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা কবি মজিদা আক্তার বিথী, কবি আহম্মদ হোসেন বাবু এবং আবু হেনা মোস্তফা কামাল আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, ধামইরহাট উপজেলার সাবেক চেয়াম্যানদেলদার হোসেন, নজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ নুরুদ্দিন, অধ্যক্ষ আমিনুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দিন, পত্নীতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারাম্যান  খাদজাতুন কোবরা মুক্তা, এ্যাড. সুলতান আহম্মেদ এনামুল হক তোতা, উদয়ন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারন সম্পাদক মেজবাহুল হকসহ রাজশাহী, নওগাঁ ও পত্নীতলার বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিগণ ।
পরে কবি আহম্মদ হোসেন বাবু একক কবিতা আবৃত্তি করেন। সব শেষে বেশ কয়েকটি রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর