সোমবার , ২২ জুন ২০২০ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পত্নীতলায় গরীবের তালিকায় কোটিপতি: জেলা প্রশাসকের তদন্ত

Paris
জুন ২২, ২০২০ ৭:১৮ অপরাহ্ণ

পত্নীতলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় রোববার দিনব্যাপি জেলা প্রশাসক কর্ত্তৃক গঠিত তদন্ত টিম নজিপুর পৌরসভায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার জন্য তালিকাভুক্ত উপকারভোগিদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করেন।

তদন্ত টিমের পক্ষে নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শাহনেওয়াজ। এ সময় তাঁর সাথে ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খাঁন।

গত ২০ জুন শনিবার দৈনিক যুগান্তরে পত্নীতলায় মানবিক সহায়তা গরীবের তালিকায় কোটিপতি শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের উদ্যোগে একই দিনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ২১জুন রোববার দিনব্যাপি নজিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উপকারভোগিদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করেন।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শাহনেওয়াজ এর সাথে সোমবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ২/৩ দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন পেশ করা হবে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর