পত্নীতলায় কালবৈশাখীর হানা, ফসলের ক্ষতি

পত্নীতলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলাসহ আশেপাশের এলাকায় মঙ্গলবার দুপুর ২টায় কাল বৈশাখী ঝড় বয়ে গেছে। প্রায় ঘন্টাব্যাপি ধরে চলা এই প্রচন্ড ঝড়ের সাথে ছিলো প্রবল বর্ষণ। ঝড়ের দাপটে ক্ষেতের আধাপাকা বোরো ধান মাটিতে নুইয়ে পড়েছে। গাছ থেকে ঝড়ে পড়েছে আম।

এছাড়াও এলাকার করলা, পটল, পেঁপে ও কলা ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিকেল সাড়ে তিনটায় উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে কৃষকের আধা-পাকা বোরো ধান মাটিতে শুয়ে পড়েছে। উড়ে গেছে কাঁচা ঘরবাড়ির টিন। বাগানে কলাগাছ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে। বাগানে বাগানে পড়ে ছিল গুটি আম।

এ বিষয়ে ফহিমপুর গ্রামের কৃষক সাদেক জানান, করলা ও পটলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মুসলধারে বৃষ্টির কারণে মাঠে পানি জমে যাওয়ায় পড়ে যাওয়া বোরো ধান শতভাগ ঘরে তোলার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দোচাই গ্রামের কৃষক বিপ্লব জানান, ঝড়ে পড়ে যাওয়া ধানের ক্ষতি হবে। চলতি মৌসুমে উপজেলায় ২০ হাজার ৮০ হেক্টর জমিতে বোরো উৎপাদন হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

স/অ

আরো পড়ুন …

চলতি মাসেই ঘূর্ণিঝড়-কালবৈশাখী-বন্যা-তাপপ্রবাহের পূর্বাভাস