পত্নীতলায় ইউনিয়ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক অতিরিক্ত স্ট্যান্ডিং কমিটির মতবিনিময় সভা


পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইস্যুতে ইউনিয়ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক অতিরিক্ত স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১টায় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ হলরুমেএ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়নসংস্থা (বিএসডিও) ইউকেএইড এর অর্থায়ন  ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়নাধীন ডিগনিটি এন্ড লিডারশীপ ডেভলপমেন্ট অব ইথনিকমাইনোরিটি প্রকল্পের অংশ হিসাবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিএসডিও’র প্রজেক্ট অফিসার শাহানাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য জহুরা বেগম।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুরইউনিয়নের চেয়ারম্যান মোঃনজরুল ইসলাম। সভায় প্রকল্পের কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজ কর্ম এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপকারভোগীদের বিগত এক বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে অন্তর্ভুক্তির তথ্য উপস্থাপন করেন।

এ সময় তিনি সরবরাহকৃত তালিকা অনুযায়ী পরবর্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরসুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ জানান। সভায় স্ট্যান্ডিং কমিটির সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে জনপ্রতিনিধিরা সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

স/জে