পটুয়াখালীতে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ৬ কিলোমিটার বেড়িবাঁধের দুইটি স্থান ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে দুই হাজার এবং আংশিক বিধ্বস্ত হয়েছে প্রায় ৪ হাজার কাঁচা-পাকা ঘর বাড়ি। এমন পরিস্থিতিতে অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন।

এদিকে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বিপদসীমার ১৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহররক্ষা বাঁধ উপচে জোয়ারের পানি প্রবেশ করে নতুন করে বাড়িঘর তলিয়ে যাচ্ছে।

সূত্রঃ সময়