পঞ্চগড়ে নৌকাডুবি; ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মহালয়া পূজা উপলক্ষে নদী পাড় হয়ে পূজো দিতে গিয়ে নৌকা ডুবে শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পঞ্চগড় জেলা প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট কিমিটি গঠন করেছে।

রবিবার (২৫ সেপ্টম্বের) সন্ধ্যায় এ তদন্ত কমিটি গঠন করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকি তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহালয়া পূজা উপলক্ষে করতোয়া নদী নৌকা দিয়ে পার হচ্ছিলেন প্রায় ১০০ এর অধীক সনাতন ধর্মের মানুষ। নৌকাটি নদীর মাঝখানে গেলে মোড় নেওয়ার সময় ডুবে যায়। এসময় উপস্থিত জনগণ প্রশাসনসহ স্থানীয় ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করলে মোট ২৪ জনের মৃরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় একজনের। এ ঘটনায় অনেকেই নিখোঁজ রয়েছেন।

 

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন