শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০১৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পঙ্গু ভিখারিণীকে গণধর্ষণের পর নদীতে নিক্ষেপ

Paris
সেপ্টেম্বর ২, ২০১৬ ১০:২৫ অপরাহ্ণ

মাদারীপুরের শিবচর পৌর এলাকায় এক ভিখারিণীকে (৩৫) গণধর্ষণের পর দুর্বৃত্তরা নদীতে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে আজ শুক্রবার বেলা ৩টার দিকে জেলেরা তাঁকে পৌর এলাকার ময়নাকাটা নদীর কচুরিপানা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ও পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের।

তাঁরা জানান, ওই নারীর বাবার বাড়ি শিবচর উপজেলার উমেদপুরে এবং স্বামীর বাড়ি ঢাকার সাভারে। একটি দুর্ঘটনায় তিনি এক পা হারান। তাঁর তিন সন্তান রয়েছে। ভিক্ষাবৃত্তি করেই তিনি সংসার চালাতেন।

পুলিশ জানিয়েছে, ওই নারী শিবচর উপজেলার কাওরাকান্দি ও পাচ্চর এলাকায় ভিক্ষাবৃত্তি শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বড় দোয়ালি নতুন ব্রিজের মোড়ে নামেন। সেখানেই তিনি একটি দোকানে চা পান শেষে রাস্তার পাশেই ঘুমিয়ে পড়েন।

রাতের ওই নারী গণধর্ষণের শিকার হন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে নদীর কচুরিপানার মধ্যে ফেলে দেয়। আজ দুপুরে জেলেরা মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে তাঁকে দেখে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

সূত্র: এন/টিভি নিউজ

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি