নৌকাভ্রমণই কাল হলো দুই শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের কারণ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই চাচার বাড়িতে বেড়াতে আসেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সূচনা। তারা কয়েকজন ঢাকা থেকে রাজশাহীতে বেড়াতে আসেন।
গতকাল শুক্রবার তারা ১৩ জন মিলে রাজশাহীর পবার উপজেলার সোনাইকান্দি পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় ভ্রমণের জন্য উঠে। মাঝ নদীতে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। নৌকাডুবির ঘটনা সূচনসহ আরও এক স্কুলছাত্র নিখোঁজ হন।
স্বজন ও স্থানীয়রা বলছেন, নৌকাভ্রমণই কাল হলো বিশ্ববিদ্যালয় পড়ুয়াসহ দুই শিক্ষার্থী। এর মধ্যে একজন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিবিএ’র তৃতীয় বিভাগের শিক্ষার্থী সূচনা ও অন্যজন অষ্টম শ্রেণির ছাত্র রিমন (১৪)। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তারা দুজনে একন নিখোঁজ রয়েছেন।
তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন।
এই ঘটনায় নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদি হয়ে নৌকার মালিক ঈসা, মিলন ও নৌকার মাঝি সুমনেনর বিরুদ্ধে মামলা দায়ের কারেন।
স/অ