বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নেপালে শিরোপায় চোখ বাংলাদেশের

Paris
আগস্ট ২৮, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার বাংলাদেশ ও নেপাল পরস্পরের মুখোমুখি হবে। নেপালের আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা পৌনে তিনটায় এ শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। এ টুর্নামেন্টে শিরোপা জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে বাধা উতরানোর পর ফাইনালের মঞ্চে উঠেছে বাংলাদেশ।

এবার নেপালের ঘরের মাঠে তাদের হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চান আসিফ, পিয়াসরা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ওই আসরে ভারতের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল লাল-সবুজের জার্সিধারীদের। এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় কোচ মারুফুল হকের শিষ্যরা। আজ জিততে পারলেই শিরোপা উঠবে পিয়াস আহমেদদের হাতে।

মাঠে নামার আগে প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক নেপাল ভাবাচ্ছে লাল-সবুজের শিবিরকে। একই গ্রুপে থাকায় আগেই দুদলের সাক্ষাৎ হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচে নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। অবশ্য ওই ম্যাচের ভুল শুধরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে জিতে আবার জয়ে ফিরেছে বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে ভারতকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ফাইনালেও সফল হতে চান তারা।

বাংলাদেশের কোচ মারুফুল হক বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলব, চ্যাম্পিয়ন হব। যদিও গ্রুপ পর্বে নেপালের কাছে হেরেছি। এরপর খেলোয়াড়দের নানাভাবে উজ্জীবিত করেছি। তাদের ইচ্ছা ছিল ভালো কিছু করার। ভারতের বিপক্ষে জিতে এখন স্বপ্নের শেষ ধাপে আমরা। নেপালকে হারাতে পারলেই শিরোপা নিয়ে দেশে ফিরতে পারব।’ তিনি আরও বলেন, ‘নেপাল ভালো দল। তাদের বেশ কজন মেধাবী খেলোয়াড়ও আছে। আশা করি, ফাইনাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

নেপালের মাঠকে পয়মন্ত বলে মনে করেন মারুফুল। তিনি বলেন, ‘নেপালের মাঠ সব সময় বাংলাদেশের জন্য পয়মন্ত। ফুটবল ৫১ ভাগ প্রস্তুতি ও পরিকল্পনা, বাকি ৪৯ ভাগ ভাগ্য। এখন দেখা যাক কী হয়।’ ফাইনালের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ হলো দলের সেরা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ইনজুরি। ফাইনালে খেলতে পারছেন না তিনি। সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলার দ্বিতীয়ার্ধে গুরুতর আঘাত পেয়েছিলেন শ্রাবণ।

 

 

সর্বশেষ - খেলা