নেপালে বিমান দুর্ঘটনায় মুশফিকের সমবেদনা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার খবরে গোটা দেশ ছেয়ে গিয়েছে শোকের চাদরে। ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে যায় পুরো বিমানটি। এমন এক দুর্ঘটনায় ভারাক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নিজের ফেসবুক পেজে দুর্ঘটনা স্থলের দুটি ছবি দিয়ে দেশের মানুষের কাছে প্রার্থনার আবেদন করেছেন মুশফিক। সাবেক অধিনায়ক লিখেছেন, ‘অনুগ্রহ করে সবাই এই মানুষগুলোর জন্য প্রার্থনা করুন।’

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির লড়াইয়ে মুশফিক ও বাংলাদেশ দলের সদস্যরা অবস্থান করছেন শ্রীলঙ্কায়।

আজ সোমবার দুপুর আড়াইটায় ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বিমানটির একপাশে আগুন ধরে যায়। এমনটা হওয়ায় পাশের একটি ফুটবল মাঠে যেয়ে বিধ্বস্ত হয়ে যায় বিমানটি।

৬৭ জন যাত্রী আর ৪ ক্রু, মোট ৭১ জন আরোহী নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা করেছিল বিমানটি। নেপাল সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন ৫০জন।

নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে গত শনিবার মুশফিকের ব্যাটে ভর করেই দারুণ এক জয় পায় বাংলাদেশ। ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জেতা ম্যাচে ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ৩৫ বলে অপরাজিত ৭২ রান করেন।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।