রবিবার , ২১ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নেত্রকোনায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৭

Paris
আগস্ট ২১, ২০১৬ ৭:১৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেত্রকোনা পৌর এলাকা নগড়ার একটি চাতালের (চাল কল)  বয়লার  বিস্ফোরণে কমপক্ষে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

 

রোববার বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে।দগ্ধদের মধ্যে গুরুতর আমিরুল ইসলাম (৪১), জামাল উদ্দিন (২৩) ও নরোত্তমসহ (৩২) চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের নাগড়া এলাকায় বিনোদ বিহারী দাস নামে এক ব্যক্তির চাল কলে বিকট শব্দে বয়লারের বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে কর্মরত কমপক্ষে সাত শ্রমিক অগ্নিদগ্ধ হয়।

 

বিস্ফোরণের সময় বয়লারের ইট ছিটকে আশপাশের বাসভবনে গিয়েও পড়ে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।

 

নেত্রকোনা সার্কেল এএসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, বয়লার বিস্ফোরণে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এর মধ্যে চারজনকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

সূত্র : রাইজিংবিডি

 

সর্বশেষ - জাতীয়