নির্বাচন নিয়ে ট্রাম্পকে হুমকি বন্ধ করতে বললেন রিপাবলিকান কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো মানতে নারাজ ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন জর্জিয়ার এক রিপাবলিকান কর্মকর্তা। ট্রাম্পকে বাক্যবাণে জর্জরিত করে গ্যাব্রিয়েল স্টার্লিং বলেছেন, সবকিছু অনেক বেশি বেশি হয়ে গেছে। সবকিছু। এসব বন্ধ করতে হবে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের অনুরোধে জর্জিয়ায় ভোট দ্বিতীয়বারের মতো গণনা করা হচ্ছে।

ট্রাম্পের আচরণ সহিংসতা উসকে দিতে পারে আশঙ্কা করে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং বলেছেন, এতে কেউ আহত হতে পারে, কেউ গুলিবিদ্ধ হতে পারে, খুন হতে পারে। যা মোটেও ঠিক নয়।

প্রথম গণনায় জর্জিয়ায় সামান্য ব্যবধানে জিতেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন তিনি। ক্ষমতা হস্তান্তরে অনুমতি দিলেও ট্রাম্প এখনো হার মেনে নেননি। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দল থেকে ট্রাম্প এবং ডেমোক্রেট দল থেকে বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করেন।