মঙ্গলবার , ২০ নভেম্বর ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নির্বাচন কমিশনের ঘোষণাকে তোয়াক্কা করেননি নাচোল ছাত্রলীগের সভাপতি

Paris
নভেম্বর ২০, ২০১৮ ৭:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের ঘোষণাকে তোয়াক্কা করেননি নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ শোভন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১৮ নভেম্বর রাত ১২ টার মধ্যে সকল রাজনৈতিক ব্যানার, ফেস্টুন, ওয়াল লিখন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কমিশন। কিন্তু নাচোল থানা পাড়া মহল্লায় মেসার্স হাবিবুর রহমান এন্ড ব্রাদার্স এর ওয়ালে ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার সাথে থাকুন’ এ লেখাটি এখন পর্যন্ত রয়েই গেছে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লেখাটি মুছে ফেলা হবে।
এ বিষয়ে নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল সোমবার থেকে পৌর এলাকার সকল ব্যানার, ফেস্টুন ও ওয়াল লিখন মুছার কাজ অব্যাহত রয়েছে, খুব শীঘ্রই সেটিও মুছে ফেলা হবে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ শোভনের সাথে একাধিকবার যোগাযোগ করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

স/শা

সর্বশেষ - সব খবর