নির্বাচনে জিতেই দুঃসংবাদ পেলেন সোহম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হয়ে প্রথম জয় পাওয়ার দিনই পেলেন বড় ধরনের দুঃসংবাদ। রোববার নির্বাচনের ফল ঘোষণার পর বাঁধভাঙা আনন্দের মধ্যে শ্যালিকা পারমিতা নাথের (৩৫) অস্বাভাবিক মৃত্যুর খবর পান তিনি।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, রোববার কেষ্টপুরের এএইচ ব্লকের অভিজাত ফ্ল্যাট থেকে পারমিতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বোনের মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গে কেষ্টপুরে ছুটে গেছেন সোহমের স্ত্রী তনয়া পাল।

এ ঘটনায় পারমিতা নাথের স্বামী রুদ্রপ্রসাদ ও শাশুড়ি বাসন্তী নাথের বিরুদ্ধে পারমিতাকে নির্যাতনের মামলা করেছেন সোহমপত্নী। পুলিশ পারমিতার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, তৃণমূলের হয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে ভোটে জিতেছেন সোহম।