নিরস্ত্র তরুণকে গুলি করে হত্যা করল তালেবান

আফগানিস্তানের কাবুলে বাগদানের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ফয়সাল (২০) ও তার চাচা। পথে একটি চেকপয়েন্টে তাদের থামতে বলেন সদস্যরা। তল্লাশির পর তাদের ছেড়েও দেওয়া হয়। পরে চারজন তালেবান সদস্য ফয়সালকে গুলি করে হত্যা করেন। আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা খামা নিউজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফয়সালের চাচা বলেন, ‘আমার বাগদানের অনুষ্ঠান থেকে আমরা ফিরছিলাম। পথে কোওয়া-ই-মারকাজ চেকপয়েন্টে আমাদের থামতে বলেন তালেবান সদস্যরা।  তারা তল্লাশি শেষে আমাদের চলে যেতে বলেন। আমরা চলে যাওয়ার সময় চারজন তালেবান সদস্য এসে ফয়সালকে গুলি করেন।

তালেবানের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খোস্তাই বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য আফগান জনগণ তালেবান সরকারের প্রতি তাদের যোদ্ধাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যোদ্ধাদের সহজে চেনার জন্য ইউনিফর্মও দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির জনগণ।
 

সূত্রঃ যুগান্তর