সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে পিতা-পুত্রের কারাদণ্ড 

Paris
নভেম্বর ২৭, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ

নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে পিতা-পুত্রকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  সোমবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিনকুড়ি মোড় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিনকুড়ি মোড় এলাকার নজরুল ইসলাম (৪৫) ও তার ছেলে মোঃ নাঈম ইসলাম (২২)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস।
আদালত ও স্হানীয় সূত্রে জানা গেছে, তিনকুড়ি মোড়ের পাশে একটি ছোট জলাশয়ে ভবন নির্মাণের জন্য ভিত স্হাপন করছিলেন নজরুল ইসলাম ও তার ছেলে। স্হানীয়দের বাধা উপেক্ষা করে কাজ করছিলেন তাঁরা। স্পহানীয়রা পরে ভূমি অফিসে অভিযোগ জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভবন নির্মাণে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় এবং পিতাপুত্রকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস বলেন, দীর্ঘদিন ধরেই তারা সেখানে স্হাপনা নির্মাণের চেষ্টা করে আসছিলেন। অভিযান পরিচালনা করে তাদের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।
এইচ/আর

সর্বশেষ - রাজশাহীর খবর