নিজের বাবার ছবি হাতে নিয়ে হাঁটলেন পুতিন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দেশটির বিজয় দিবসে ‘ইমর্টাল রেজিমেন্টের’ সঙ্গে হেঁটেছেন। এ সময় তার হাতে ছিল তার বাবা ভ্লাদিমির স্পিরিদোনোভিচ পুতিনের ছবি।

রাশিয়ার বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিবছরই অনুষ্ঠিত হয় ইমর্টাল রেজিমেন্ট ওয়াক।

এটিতে তারাই অংশ নেন যাদের বাবা, মা ও আত্মীয়-স্বজন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল।

সোমবার মস্কোর রেড স্কয়োরে রাশিয়ার বিজয় দিবস প্যারেডে অংশ নেন রুশ প্রেসিডেন্ট। এরপর তিনি যোগ দেন ইমর্টাল রেজিমেন্ট ওয়াকে।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে প্রেসিডেন্ট পুতিন এবারো এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
৯ মে নিজেদের বিজয় দিবসে রাশিয়ার প্রতিটি শহরেই ইমর্টাল রেজিমেন্ট ওয়াক হয়ে থাকে। যেখানে প্রিয়জনদের ছবি নিয়ে হাঁটেন পরিবারের সদস্যরা।

এদিকে পুতিনের বাবা ভ্লাদিমির স্পিরিদোনোভিচ পুতিন ১৯৩০ সালে নৌসেনা হিসেবে যোগ দেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে তিনি পিপলস কমিশারিয়াত ফর ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যাটালিয়নে কাজ করেন। এরপর তাকে নিয়মিত সেনাবাহিনীতে যুক্ত করা হয়। ১৯৪২ সালে তিনি মারাত্বকভাবে আহত হয়েছিলেন।

 

সূত্রঃ যুগান্তর