শনিবার , ২০ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিজামীর স্ত্রীর স্কুল থেকে আটক হওয়া ১৮ জন রিমান্ডে

Paris
আগস্ট ২০, ২০১৬ ৬:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানী ঢাকার বাড্ডার ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ থেকে আটক হওয়া ১৮ জনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।

স্কুলটি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী পরিচালনা করে থাকেন এবং তিনিই এ স্কুলের অধ্যক্ষ।

পুলিশ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে স্কুল ভবন থেকে স্কুলের ভাইস প্রিন্সিপাল মো: কেফায়েতুল্লাহ সহ ১৮ জনকে আটক করেছিলো।

আটকের পর পুলিশ বলেছিলো এরা সবাই জামায়াত শিবিরের নেতাকর্মী ও গোপন বৈঠকে মিলিত হয়ে তারা নাশকতার পরিকল্পনা করেছিলো।

মো: কেফায়েতুল্লাহ বাড্ডা থানার জামায়াতের আমির এবং স্কুলটি পরিচালনার দায়িত্বে ছিলেন। স্কুলটির ঢাকায় দুটি শাখা এবং দুটির মূল দায়িত্বে রয়েছেন শামসুন্নাহার নিজামী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানিয়েছেন আদালত ১৬জনকে দুদিন করে আর দুজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে।

তিনি জানান নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা দশ দিনের রিমান্ড চেয়েছিলেন।

সূত্র: বিবিসি

 

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি