নিজস্ব তৈরি অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা তুরস্কের

নিজস্ব তৈরি অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এটি আকাশ থেকে ভূমিতে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।খবর-আনাদলু।

সোমবার দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, নিজস্ব তৈরি এইচকেজি-৮৪ গাইডেন্স কিটের নির্ভুল পরীক্ষা চালানো হয়েছে।

এক টুইট বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, দেশে তৈরি এইচজিকে-৮৪ এর সফল পরীক্ষা চালানো হয়েছে। এরপর ৪১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়।

এইচজিসি-৮৪ হল জিপিএস বা আইএনএস গাইডেন্স কিট। এটি ২ হাজার পাউন্ড বোমা বহনে সক্ষম। এটি আকাশ থেকে ভূমিতে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

দেশটির প্রতিরক্ষা শিল্প গবেষণা ও উন্নয়ন সংস্থা জানিয়েছে, সব ধরনের আবহাওয়ায় এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্য তৈরি হওয়ার পর থেকে তুরস্ক নিজস্ব সমরাস্ত্র খাতে ব্যাপক বিনিয়োগ ও গবেষণা শুরু করে। ২০০৪ সালে প্রথম বিমানবাহিনীর সার্ভিসে আসে এইচজিসি। পরে এটিকে আরও উন্নত ও ধ্বংসাত্মকভাবে তৈরি করা হয়।

এর তিনটি ভার্সন রয়েছে। এমকে-৮২, এমকে-৮৩ এবং এমকে-৮৪। এগুলো ৫শ’, ১ হাজার ও ২ হাজার পাউন্ড বোমা বহনে সক্ষম।