নিউজিল্যান্ড যা করেছে, সেটা কোনো দেশের সঙ্গেই করা উচিত নয় : ইনজামাম

পাকিস্তানের মাটিতে প্রথম ওয়ানডেতে মাঠে নামার কিছু সময় আগে পুরো সিরিজ বাতিল করে দিয়েছে নিউজিল্যান্ড। তারা ফিরে গেছে দেশে। কারণ হিসেবে বলা হয়েছে ‘নিরাপত্তা হুমকি’র কথা। কিন্তু ঠিক কী ধরনের হুমকি, সেটা এখনও তারা পরিষ্কার করেনি। স্বাভাবিকভাবেই পাকিস্তানের ক্রিকেটাঙ্গন এতে ক্ষুব্ধ। সাবেক অধিনায়ক ইনজামাম উল হকও বলেছেন, এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আলোচনা করতে পারত।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড যা করেছে, কোনো দেশ অন্য একটা দেশের সঙ্গে তা করতে পারে না। তারা আমাদের অতিথি, কোনো সমস্যা থাকলে পিসিবির সঙ্গে তাদের কথা বলা উচিত ছিল। নিউজিল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আসছিল পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর হামলার পর থেকে দলগুলোকে একজন সফররত প্রেসিডেন্টের সমতুল্য নিরাপত্তা দেওয়া হয়েছিল।’

এ বিষয়ে আইসসিইর হস্তক্ষেপ কামনা করেছেন ইনজামাম, ‘অবশ্যই এ ব্যাপারে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিত। যদি নিউজিল্যান্ডের নিরাপত্তা সম্পর্কিত বিষয় থাকে, তাহলে সেটা কেন তারা বলছে না? পিসিবিকে না হোক, অন্তত আইসিসিকে তারা বলতে পারে। এমনকি আমাদের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তাদের আশ্বাস দিয়েছিলেন। সমস্যাটা কী, সেটা অন্তত আমাদের জানাত। কিন্তু ম্যাচের ঠিক আগে তারা বলে দিল, কিছু হুমকির কারণে তারা খেলতে পারবে না।’

 

সূত্রঃ কালের কণ্ঠ