নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ব্রাক্ষ্মনবাড়ীয়ার নাসিরনগরে মন্দিরে হামলার প্রতিবাদে ও এ ঘটনার সাথে জরিতদের দুষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের পোষ্ট অফিস মোড়ে ঘনটাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঔক্য পরিষদ ও পূজা উৎযাপন পরিষদ জেলা শাখার উদ্দোগে এসব কর্মসুচি পালিত হয়।
এসময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঔক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক কনক কান্তি দাস সহ সংগঠন গুলোর নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাক্ষ্মনবাড়ীয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়ি-ঘরে হামলা ভাংচুর একটি অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা। যারা এ
ঘটনা ঘটিয়েছে তারা দেশের শত্রু, সকলের শত্রু। তাই এ ঘটনার প্রতিবাদ জানিয়ে যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা শহরের হামদহ এলাকা থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ জেলা শাখা।
স/অ